SHARE

marder gunnগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় র‌্যাবের গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তফা মঞ্জিল (৩০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জসিজার মাস্টারের ছেলে।

মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বুড়ির ঘর এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে র‌্যাবের একটি টহল দল গাইবান্ধা ক্যাম্পে ফেরার পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়িরঘর এলাকায় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ও গুলি ছোড়া হয়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মোস্তফা মঞ্জিল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ৭টি পেট্রলবোমা, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশি বন্দুক ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, নাপু এন্টারপ্রাইজের বাসের পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের মামলার প্রধান আসামি ছিলেন মোস্তফা মঞ্জিল।