জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা

SHARE

japan sunamiজাপানের উত্তারাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত পহনেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া দফতর। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে উত্তরাঞ্চলীয় হোনশু দ্বীপের কাছে আঘাত হানে এই ভূমিকম্প।

এতে মিয়াকো এবং কুজি দ্বীপে ছোট আকারের সুনামির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

রাজধানী টোকিও থেকে ৬৯০ কিলোমিটার দূরে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।