তিন উইকেট জিতল নিউজিল্যান্ড

SHARE

newziland17ব্যাটিংয়ে না পারলেও বল হাতে নিউজিল্যান্ডের কিছুটা পরীক্ষা নিয়েছে স্কটল্যান্ড। তারপরও চমক দেখানোর কাজটি তারা করতে পারেনি। তবে পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে পেরেছে স্কটিশরা। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার স্কটল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ম্যাচ সেরা হন।

প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে ১৪২ রানে অলআউট হয় স্কটল্যান্ড। মাচান ৫৬, বেরিংটন ৫০ রান করেন। দুই অংকের ঘর স্পর্শ করেছেন আরও দুজন। ক্রস ১৪, জস ডাবে ১১ রান করেন। নিউজিল্যান্ডের ভেট্টোরি- কোরি অ্যান্ডারসন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পান সাউদি-বোল্ট।

১৪৩ রানের সহজ টার্গেট একটু কঠিন করেই পাড়ি দিয়েছে কিউইরা। ২৪.৫ ওভারে ১৪৬ রান তুলতে ৭ উইকেট খুঁইয়েছে স্বাগতিকরা। কেন উইলিয়ামসন ৩৮, এলিয়ট ২৯, গাপটিল ১৭, ম্যাককালাম ১৫, কোরি অ্যান্ডারসন ১১, রনকি ১২ রান করেন। শেষ দিকে ভেট্টোরি ও মিলনে দলের জয় নিশ্চিত করেন। স্কটল্যান্ডের ডাবে ও ওয়ার্ডল ৩টি করে উইকেট নেন।