রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে ভাটারার নতুনবাজার, মিরপুরের সেনপাড়া পর্বতা ও মুগদার টিটিপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে ভাটারার নতুন বাজারের ১০০ ফুট রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী মহারানী (৪০) নামের এক নারী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোর পাঁচটার দিকে মিরপুর সেনপাড়ার পর্বতা এলাকায় নিজের ট্রাকের চাপায় কবির হোসেন বজলু (২৫) নামের এক চালক ঘটনাস্থলে মারা যান। তার বাসা মোহাম্মদপুর চাঁদ উদ্যানে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই সময়ে মুগদা থানার টিটিপাড়া এলাকায় তেলের লড়ির চাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩২) নামের এক পত্রিকার হকার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহবাগে সংবাদপত্র হকার্স সমিতির সুপারভাইজার জসিম মুগদার বাসা থেকে সাইকেল চালিয়ে শাহবাগে যাচ্ছিলেন। পথে টিটিপাড়ায় একটি তেলবাহী লরি তাকে চাপা দেয়।