যশোরে বোমা নিষ্ক্রিয় করার সময় সেনাসহ আহত ৫

SHARE

jashorকোতোয়ালি থানা কম্পাউন্ডে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করার সময় চার সেনাসদস্য ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, রোববার দুপুর ১২টার দিকে থানা কম্পাউন্ডে বোমা নিষ্ক্রিয় করার সময় দুর্ঘটনাক্রমে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বোমা নিষ্ক্রিয়কারী দলের পাঁচ সদস্য আহত হন। তারা হলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট বাবর আলী, সৈনিক কোরবান আলী, ড্রাইভার তারেক ও পুলিশ কনস্টেবল আবু জাফর। তাদের হাঁটু ও পায়ে বোমার স্প্লিন্টার বিঁধেছে।

এদিকে থানা চত্বরে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।