পাকিস্তানের টাগের্ট ৩০১ সম্ভাবনা ফিফটি ফিফটি

SHARE

koyli150চেনা পথেই এগিয়েছে পাক-ভারত ম্যাচ। মঞ্চটা বিশ্বকাপ হলেও দুদলের শেষ কয়েকটি লড়াইয়ের মতোই এবারও ভারতের বড় স্কোরের গল্পই রচিত হয়েছে অ্যাডিলেডে রোববার।
যদিও শেষদিকে বল হাতে ভারতের রানের লাগাম টেনে ধরেছিল পাকিস্তান।নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত কয়েকটি উইকেট তুলে নেন সোহাইল খান।তাই সম্ভাবনা জাগালেও তিনশো ছাড়ানো বড় স্কোর পায়নি ধোনি বাহিনী।এখন দুদলের সম্ভাবনা ফিফটি ফিফটি।

তবে পাক-ভারত ম্যাচের স্নায়ুচাপকে দমিয়ে রেখে বিরাট কোহলির সেঞ্চুরি, শেখর ধাওয়া-সুরেশ রায়নার হাফ সেঞ্চুরিতে অ্যাডিলেডে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩০০ রান করেছে ভারত। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৩০১ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ৩৪ রানে রোহিত শর্ার (১৫) উইকেট হারালেও পথ হারায়নি ভারতের ব্যাটিং লাইন। সোহাইল খানের বলে মিসবাহর হাতে ক্যাচ দেন রোহিত। পরে শেখর ধাওয়ান-কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান যোগ করেন।হারিস সোহাইলের বলে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আহমেদ শেহজাদের সরাসরি থ্রোতে রান আউট হন ধাওয়ান। তিনি ৭৬ বলে ৭৩ রান (৭চার, ১ছয়) করেন।

ধাওয়ানের বিদায়ের পর ভারতের ইনিংসটা টেনে গেছেন কোহলি-রায়না। তারা ১১০ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে।দুবার জীবন পেলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২২তম তম সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি। ১১৯ বলে সেঞ্চুরি করেন তিনি।সুরেশ রায়নাও ৩৪তম হাফ সেঞ্চুরি করেন। ৪০ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি।

কোহলি-রায়নাকে ফেরান সোহাইল খান। কোহলি ৮টি চারে ১০৭ রান করেন। রায়না ৭৪ রান করেন। শেষ দিকে ওয়াহাব রিয়াজ ও সোহাইল খানের নিয়ন্ত্রিত বোলিং চেপে ধরেছিল ভারতের ব্যাটসম্যানদের। যার ফলে ভারতের রানটা অত বড় হয়নি। শেষ দুই ওভারে ৮ রান তুলতে পেরেছিল ভারত। ধোনি করেন ১৮ রান। পাকিস্তানের সোহাইল খান ৫৫ রানে ৫ উইকেট নেন। ওয়াহাব রিয়াজ পান ১ উইকেট।