মিলার-ডুমিনির বিশ্বরেকর্ড

SHARE

milar dumoniবিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার৷রোববার হ্যামিলটনে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরুটা ভালো না-হলেও পঞ্চম উইকেটে ২৫৬ রান যোগ করে দলকে তিনশোর গণ্ডি পার করানে ডেভিড মিলার ও জেপি ডুমিনি৷পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে চার ও তার পরে নেমে দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন মিলার-ডুমিনি৷

জিম্বাবোয়ের বোলারদের বিরুদ্ধে ৮৩ রানে চার উইকেট হারানোর পর মিলার ও ডুমিনি পঞ্চম উইকেটে অপরাজিত ২৫৬ রান যোগ করেন৷৫০ ওভারের শেষে চার উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা৷মিলার ১৩৮ ও ডুমিনি ১১৫ রানে অপরাজিত থাকেন৷জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য ৩৪০ রানের টার্গেট রাখে প্রোটিয়াবাহিনী৷