জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি আইনজীবীদের

SHARE

un14দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য জাতিসংঘের রাজনৈতিক শাখার তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রস্তাবিত জাতীয় সরকার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, সিয়েরালিয়ন, কম্বোডিয়া এবং আফ্রিকার অনেক দেশে জাতিসংঘের তত্বাবধানে নির্বাচনের ফলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ নিরব থাকতে পারে না বলে বক্তারা উল্লেখ করেন।

প্রস্তাবিত জাতীয় সরকার সমর্থক গোষ্ঠীর আহবায়ক অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অ্যাডভোকেট আবেদ রাজা, তাজুল ইসলাম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট রফিকুল হক তালকুদার রাজা প্রমুখ বক্তব্য রাখেন।