হাজির না হলে খোকার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি

SHARE

khokafনির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় আদালতে হাজির হতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ তিনজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি আগামী ২৯ মার্চ আদালতে দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ নির্দেশ দেন।

আদালত আগামী ২৯ মার্চের মধ্যে খোকাসহ তিন আসামিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে আদালত বলেন, “এর মধ্যে আসামিরা আত্মসমর্পণ না করলে আদালত মনে করবে তারা ইচ্ছাকৃতভাবে বিচারকাজ এড়িয়ে যেতে পালিয়ে আছেন।” তাই তাদের অনুপস্হিতিতে বিচারকাজ চলবে বলে আদেশ দেন আদালত।

এ মামলায় খোকাসহ তিনজন মামলার শুরু থেকেই পলাতক। অন্য যে দুই আসামি পলাতক, তারা হলেন তরিকুল ইসলাম ঝন্টু ও শাহজালাল।

এর আগে গত বছরের ২১ অক্টোবর মামলার ২৩ আসামির মধ্যে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।

পলাতক ৯ আসামি হলেন, সাদেক হোসেন খোকা, তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।

মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল ইসলাম নীরবসহ চার আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। ১০ আসামি আদালতে হাজির ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজশে বোমা হামলা ঘটায়।

এ ঘটনায় শেরেবাংলানগর থানার এস আই রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা করেন।

গত বছরের ৭ এপ্রিল এসআই মশিউর রহমান সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরবসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।