শাহজালালে ২ কেজি স্বর্ণসহ ২ জন আটক

SHARE

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১৫০ গ্রাম স্বর্ণসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সকাল ৯ টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া স্বর্ণের দাম এক কোটি টাকার বেশি হবে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯ টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বিমানবন্দরে নামেন ওই দুই যাত্রী। তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে দুই কেজি ১৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণের বারগুলো কেটে ছোট ছোট করা ছিলো। এসবের মধ্যে কিছু গহনাও পাওয়া গেছে। রাইস কুকারের ভেতরে স্বর্ণগুলো টিস্যু দিয়ে পেচানো অবস্থায় ছিলো। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার দাম এক কোটি টাকার বেশি হবে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।