আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

SHARE

ashuliyaআশুলিয়ার জিরাবোতে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এ সময় শ্রমিকদের হাতে লাঞ্চিত হন কারখানার পিএম।

সোমবার সকাল থেকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার মাহবুব এ্যাপারেলস নামক সোয়েটার কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিছরেট বৃদ্ধির দাবিতে প্রায় এক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকদের হাতে  কারখানার এক কর্মকর্তা লাঞ্চিত হন।

এ ঘটনায়  কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপর দিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মন্ডল ফ্যাশন লিমিটেড কারখানায়ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানা দুটিতে পুলিশ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”