পাক-ভারত ক্রিকেটারদের মধ্যে কথাও বন্ধ!

SHARE

pak indiaপাকিস্তান-ভারত ম্যাচের উত্তেজনার শিহরণ ক্রিকেট বিশ্বের জন্য নতুন নয়। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই বসবে অ্যাডিলেডে আগামী ১৫ ফেব্রুয়ারি। এই ম্যাচ দিয়ে দুদলের বিশ্বকাপ মিশনও শুরু হবে। বিশ্লেষকরা ম্যাচটিকে বলছেন, বিশ্বকাপের মধ্যে আরেক বিশ্বকাপ।

তুঙ্গস্পর্শী উত্তেজনার ম্যাচ নিয়ে সমর্থকদের অপেক্ষার তর সইছে না। অতীতে বিশ্বকাপের মতো বড় আসরে দুদলের লড়াইয়ে ভারতের সফলতাই বেশি। তবে  শচিন টেন্ডুলকার নেই বলে এবার ম্যাচের চিত্র অন্যরকম হবে বলেই আশা সবার।

ম্যাচকে ঘিরে গজিয়ে উঠা চাপ-তাপ ছুঁয়ে যাচ্ছে দুদলের ক্রিকেটারদেরও। ম্যাচের আগে স্বভাবতই নিজের দলকে বাহ্যিক উত্তাপের বাইরে রাখতে চাইছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শনিবার অ্যাডিলেডে ধোনি জানিয়েছেন, ম্যাচের আগে দুদলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য কথাবার্তাও কমে গেছে।

ভারতীয় অধিনায়ক বলেন, “মাঠের ক্রিকেটের বাইরে যা কিছু হচ্ছে তা আমরা গত তিন-চার বছর ধরে সফলতার সঙ্গে মাঠে শেষ করে দিয়েছি। আমরা ক্রিকেটারদের মধ্যে মৌখিক কথা হয় সেটিও কমিয়ে এনেছি।”

ধোনি আরও বলেছেন, “অনেক লোকের অনেক মত থাকতে পারে। ব্যক্তিগতভাবে আমার কাছে এটি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও অন্যান্য টেস্ট দলের সঙ্গে খেলার মতোই কিছু একটা। যখনই আপনি ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বিতার কথা বলবেন, তখন আপনি নিজের উপর বাড়তি চাপ নিবেন।” ২০১১ সালে বিশ্বকাপে সেমিফাইনালে দুদলের সর্বশেষ সাক্ষাতে ধোনির নেতৃত্বেই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।

ধোনি গত সপ্তাহেই মেয়ের বাবা হয়েছেন। বাবা হয়ে খুশি ক্যাপ্টেন কুল এখন বিশ্বকাপেই মনোযোগ দিতে চান।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে জয়ের খরা কাটিয়ে উঠতে চায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই। গত দুই মাস অস্ট্রেলিয়ায় থাকলেও ভারত টেস্ট সিরিজ হেরেছে। তিন জাতি ওয়ানডে সিরিজেও পরাজয়ের মিছিলেই ছিল ভারত।  সূত্র: ডন