অর্থমন্ত্রীর বহিষ্কার চান হেফাজত আমির

SHARE

shofiiঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
গত রোববার জাতীয় সংসদে ইসলামি ব্যাংকিং বিষয়ে অর্থমন্ত্রীর এক বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে তিনি বলেন, ‘জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী সুদের পক্ষে অবস্থান নিয়ে ও অপব্যখ্যা দিয়ে নিজেকে জাহান্নামি ব্যক্তি সাব্যস্ত করেছেন। অর্থমন্ত্রী আগেও ঘুষ, দুর্নীতির পক্ষে সাফাই গেয়ে বক্তব্য দিয়ে জনমনে উদ্বেগ তৈরী করেছেন।’
হেফাজতের আমির বলেন, ‘তিনি (অর্থমন্ত্রী) একের পর এক ইসলাম ও নৈতিকতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাবেন, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। সুদ-ঘুষ ও দুর্নীতি নিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার অপরাধে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার ও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তৌহিদি জনতার ক্ষোভের আগুন জ্বলে উঠলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
উল্লেখ্য, গত রোববার সরকারি দলের এমপি হাবিবুর রহমান মোল্লার এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রিবা ও সুদ এক নয়। রিবা চক্রবৃদ্ধি হারে বাড়ে। এখানে কোনো মানবিকতা নেই। সুদ হচ্ছে কস্ট অব ফান্ড (তহবিলের ব্যয়) বা কস্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসনিক খরচ)। ধর্ম নিয়ে যারা বেশি কথা বলেন তারা সুদ আর রিবাকে এক করে ফেলেন।’
হিজাব ও বোরকা পরা নিয়ে মন্তব্য করার গত শনিরবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকেও মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করে হেফাজতে ইসলাম ও ওলামা মাশায়েক পরিষদ।