পুলিশের গুলিতে জামায়াত নেতা সাইদুর রহমান মারা যাওয়ার প্রতিবাদে আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম সোমবার সকালে হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার জেলা ব্যাপী বিক্ষোভ ও বৃহস্পতিবার দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে,  রোববার বিকেলে পুলিশের সাথে সংঘর্ষে উল্লাপাড়া উপজেলা জামায়াতের রোকন সদর ইউনিয়নের সেক্রেটারি সাইদুর রহমান (৪৫) গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি।
            
	


