আল জাজিরার সাংবাদিক পিটার গ্রেস্টো মুক্ত

SHARE

grestoআল জাজিরা’র সাংবাদিক পিটার গ্রেস্টোকে মুক্তি দিয়েছে মিশর। মিশর থেকে বহিষ্কারের পর তিনি সাইপ্রাস পৌঁছেছেন। মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে অস্ট্রেলিয়ার নাগরিক মি. গ্রেস্টোসহ তিনজন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছিল মিশরের একটি আদালত।

৪০০ দিন কারারুদ্ধ থাকার পর মুক্ত হয়ে তিনি সাইপ্রাসে পৌঁছেছেন। সেখান থেকে নিজের দেশ অস্ট্রেলিয়ায় আসবেন বলে ধারনা করা হচ্ছে।

মি. গ্রেস্টো-এর মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়েছে আল জাজিরা।

তবে, তার অন্য দুই সহকর্মী মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদ- যারা এখনো দেশটিতে আটক আছেন তাদের মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি।

জানা গেছে, কানাডা ও মিশরের দ্বৈত নাগরিক মোহাম্মদ ফাহমিকে হয়তো কানাডার কাছে হস্তান্তর করা হতে পারে।

কিন্তু আরেকজন বন্দী মোহাম্মদকে নিয়ে দুশ্চিন্তা এখনো রয়েই গেছে।

মিশরের ক্ষমতা থেকে ২০১৩ সালে মোহাম্মদ মোরসির পতনের পর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নিষিদ্ধ ঘোষিত সেই ব্রাদারহুডের সঙ্গে সহযোগিতা করার অভিযোগেই পিটার গ্রেস্টোসহ অন্যদের আটক করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক সমালোচনার মুখে গতমাসেই ওই রায়টি পুনর্বিচারের আদেশ দিয়েছিল মিশরের একটি আদালত।- বিবিসি