ক্লিপ খুলে ফেলায় মিরসরাইয়ে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত

SHARE

train mরেলের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় চট্টগ্রামের মিরসরাইয়ে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে সারাদেশে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ট্রেনের দায়িত্বরত গার্ড এসকে সেন জানান, ভোর পৌনে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি মিরসরাইয়ে উত্তর আমবাগানের কাছে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইনের বেশ কিছু প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এ নাশকতায় ট্রেনচালক ইউসুফ চৌধুরীসহ কমপক্ষে তিনজন আহত হন।
এদিকে সকাল ৮টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
চট্টগ্রামের রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চলমান অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল পালন করছে। হরতালের মধ্যে এ নাশকতার ঘটনা ঘটলো।