সফটওয়্যার প্রতিষ্ঠান বিজয় ডিজিটাল বিজয় প্রাথমিক শিক্ষা-২ সিরিজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের বই ও শিক্ষাক্রম অনুসরণ করে দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ের তিনটি সফটওয়্যার প্রকাশ করেছে।
শিশুরা এই সফটওয়্যারগুলো দিয়ে পাঠ্যবইয়ের বিষয়বস্তুগুলোকে ডিজিটাল যন্ত্রে পড়তে পারবে। বিজয় ডিজিটাল এর আগে বিজয় শিশুশিক্ষা-১ নামে শিশুদের জন্য বাংলা, ইংরেজি ও অংক, বিজয় শিশু শিক্ষা-২ নামেও বাংলা, ইংরেজি ও অংক এবং বিজয় প্রাথমিক শিক্ষা-১ এর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ক ৯টি সফটওয়্যার প্রকাশ করেছে। সফটওয়্যারগুলো তিনটি সিডিতে পাওয়া যায়। প্রতিটি সিডির দাম ২০০ টাকা।
বিজয় প্রাথমিক শিক্ষা ২, বাংলা, ইংরেজি ও অংক এই তিনটি সফটওয়্যাররের প্রতিটির দাম ২০০ টাকা। দেশের সফটওয়্যার বা সিডি বিক্রেতাদের কাছে সফটওয়্যারগুলো পাওয়া যাবে বলে জানিয়েছেন বিজয় সফটওয়্যার রূপকার প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।