গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ আদেশ দেন।
এর আগে আদালতে হাজির করে রিজভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।
আদালতে রিমান্ড আবেদন বাতিল ও জামিন প্রার্থনা করেন রিজভীর আইনজীবীরা। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করে পুলিশ।