সানজামুল ও মাস্টার ব্লাস্টার ফরহাদের ব্যাটে রান বন্যা

SHARE
সানজামুল ও ফরহাদের ব্যাটে রান বন্যা

জাতীয় লিগের ষষ্ট রাউন্ডের প্রথম দিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন ফরহাদ রেজা। তার সাথে জ্বলে উঠেছেন সতীর্থ সানজামুল ইসলামও। এ দুজনের ব্যাটে চড়ে প্রথম দিন সবেচেয়ে বেশি রান তুলেছে রাজশাহী।

চট্টগ্রাম বিভাগের বিপক্ষে এ দুজনের দল রাজশাহী তুলেছে ৪২৪ রান। হাতে তিন উইকেট অক্ষত রেখে। ফরহাদ রেজা অপরাজিত আছেন ২০৯ বলে ১৮২ রান করে। সানজামুল করেছেন ১৭২ রান। সপ্তম উইকেটে এ দুজনের ব্যাটের কল্যাণে ৩৪৭ রানের জুটি গড়েছে রাজশাহী।

সপ্তম উইকেট জুটিতে প্রথম শ্রেনির ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। রেকর্ড হলো ৪৬০ রানের। ১৯৯৪-৯৫ সালে এ রেকর্ড গড়েছেন পাঞ্জাব ও দিল্লীর দুই ব্যাটসম্যান ভুপিন্দর সিং ও ধর্মানি।

সপ্তম উইকেটে ৩৪৭ রান আরো আছে একটি। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ৩৪৭ রানের জুটি গড়েছিলেন দুই ক্যারিবীয় ব্যাটসম্যান ড্যানিস অ্যাটকিনসন ও ক্লায়েরমোনেট ডেপিজা।

সপ্তম উইকেটে ফরহাদ- সানজামুলের ৩৪৭ রানই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি।

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ট দিনে সেঞ্চুরি করেছেন আরো দুই ব্যাটসম্যান। বরিশালের হয়ে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস (১২৯) ও রংপুরের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম ইসলাম (১২২)।