শাহজালালে সোয়া ৪ কেজি স্বর্ণসহ বোর্ডিং ব্রিজ অপারেটর আটক

SHARE

goldঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ৪ কেজি স্বর্ণসহ সিভিল এভিয়েশনের এক বোর্ডিং ব্রিজ অপারেটরকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১২টার দিকে বিমানববন্দরের বোর্ডিং ব্রিজ থেকে হাফিজুর রহমান নামে ওই অপারেটরকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, শনিবার থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটি বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, বিমানটি বোর্ডিং ব্রিজে লাগানোর পর বিমানের জনৈক যাত্রী বোর্ডিং ব্রিজ অপারেটর হাফিজুর রহমানের কাছে স্বর্ণের বারগুলো পাচার করে।
মামুন জানান, পরে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে হাফিজুর রহমানের দেহ তল্লাশি করে মোট ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি বারের ওজন এক কেজি করে।
তিনি জানান, উদ্ধার স্বর্ণের বারগুলোর ওজন ৪ কেজি ২০০ গ্রাম, দাম প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় আটক হাফিজুরের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে বিমানববন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।