টেস্ট বিদায় জানালেন ব্রাভো

SHARE

bravoওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্রাভো টেস্ট ক্রিকেটকে বাই বাই জানালেন।চার বছর ধরে সাদা পোশাকের ক্রিকেটে দেশের হয়ে খেলার সুযোগ না পাওয়ার পর এমন সিদ্ধান্ত নিলেন ৩১ বছর বয়সী ত্রিনিদাদ ক্রিকেটার। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ব্রাভো। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ানোর কারণে আসন্ন ২০১৫ বিশ্বকাপে খেলতে পারছেন না।

২০১০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ব্রাভো ব্রাদার্সদের বড় ভাই।মাসখানেক আগেই তরুণ ক্রিকেটার জেসন হোল্ডারের কাছে অধিনায়কত্ব হারান তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে উপেক্ষিত থাকার পর সুযোগ মেলেনি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপেও।

গত বছর সিরিজের মাঝ পথে ভারত সফর ছেড়ে দেশে ফেরায় বোর্ডের চক্ষুশূলে পরিণত হন ব্রাভো। যদিও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে তার। আর টি-টোয়েন্টি দলেও ডাকা হয়েছে। দেশের হয়ে ৪০ টেস্ট খেলে ২২০০ রান করেছেন ব্রাভো। গড় ৩১.৪২, সর্বোচ্চ ১১৩ রান৷