ট্রাকে পেট্রোলবোমা, লাফিয়ে পড়ে হেলপারের মৃত্যু

SHARE

bjbচাঁদপুর-কুমিল্লা মহাসড়কে টাইলসবাহী ট্রাকে ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার পর তারাহুড়ো করে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ট্রাকটির হেলপার মোতালেব হোসেন (৪০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার সরেপাড়া কালামিয়ার বাড়ির আবদুল হামিদের ছেলে। এতে ট্রাকটির চালক ও সঙ্গে থাকা টাইলস ব্যাবাসয়ীর প্রতিনিধিও আহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে মতলব দক্ষিণে টাইলস নিয়ে আসার পথে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় ট্রাকটিতে পেট্রোলবোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে মোতালেবের গায়ে আগুন ধরে গেলে জীবন বাঁচাতে লাফিয়ে পড়েন তিনি ও চালক। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোতালেব ঘটনাস্থলেই মারা যান। আহত হন ট্রাকের চালক ও অপর আরোহী।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়ীদ জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। মোতালেবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ঘটনার পরপরই দুর্বৃত্তদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ।