খালেদার গ্যাটকো দুর্নীতি মামলা হাইকোর্টের কার্যতালিকায়

SHARE

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা সচল করতে হাইকোর্টে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি আজকের কার্যতালিকায় এসেছে।

বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে বুধবারের কার্যতালিকতায় ১৬ নম্বরে রয়েছে মামলাটি।

২০০৮ সালে গ্যাটকো দুর্নীতি মামলায় দায়ের করা খালেদা জিয়ার রিটের পূর্ণাঙ্গ শুনানির জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে মামলাটির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়। পরে সময়ে সময়ে ওই স্থগিতাদেশ বাড়ানো হয়।