সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক ব্যক্তি।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)। তালা উপজেলার পাটকেলঘাটা থানার নওয়াকাটি গ্রামের বাবর আলী ছেলে তিনি। মঙ্গলবার বিকালে নওয়াকাটি থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশের দাবি, রফিকুল স্থানীয় ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ১২টি মামলা রয়েছে।
বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের ওবায়তলা নামক স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রফিকুল।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে আটকের পর রাতে রফিকুলকে নিয়ে অভিযান চালায় পুলিশ। ওবায়তলা নামক স্থানে অস্ত্র উদ্ধার করতে গেলে রফিকুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় রফিকুল। আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় আহত হয়েছেন পাটকেলঘাটা থানার কনস্টেবল আজিবুর রহমান ও কবির হোসেন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ঘটনাস্থল থেকে ১টি শার্টারগানসহ ২টি অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।