র‌্যালিতে ধীরে হাঁটায় ছাত্রকে মারধর ছাত্রলীগের

SHARE

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের র‌্যালিতে ধীরে হেটে পেছনে পড়ায় এক ছাত্রকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ্ হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুজ্জামান হোসেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। হল সূত্রে জানা যায়, টানা হরতাল-অবরোধে দীর্ঘদিন ক্যাম্পাসে বন্ধ থাকা ক্লাস পরীক্ষা চালুর দাবিতে মঙ্গলবার মানববন্ধন করে ছাত্রলীগ। এ মানববন্ধনে যোগ দেয়ার জন্য ছাত্রলীগের নেতৃত্বে মাদার বখশ্ হলের শিক্ষার্থীদের নিয়ে এক র‌্যালি বের করা হয়। ওই র‌্যালীতে পেছনের দিকে থাকায় ছাত্রলীগের মাদার বখশ্ হল শাখার কর্মী আরাফাত ও রায়হান হলের আবাসিক শিক্ষার্থী নুরুজ্জামানকে দ্রুত সামনে যেতে বলেন। এ সময় শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি ধীরে হাঁটছিলেন। মানববন্ধন শেষে হলে ফিরে আসলে বেলা দেড়টার দিকে ছাত্রলীগ কর্মী এরশাদুর রহমান ওরফে রিফাত, আরাফাত ও রায়হানসহ আরও কয়েকজন নুরুজ্জামানের ২২৩ নম্বর কক্ষে যান। এ সময় তারা তাদের কথা না শোনার অভিযোগে নুরুজ্জামানকে মারধর করেন। নুরুজ্জামান বলেন, এ ঘটনা কাউকে জানালে পরে অবস্থা আরও খারাপ হবে বলেও রিফাত তাকে হুমকি দিয়েছেন। তবে এরশাদুর রহমান রিফাত এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মাদার বশ্খ হলের প্রাধ্যক্ষ মো. শেরেজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।