করোনায় ২৪ ঘণ্টায় মৃতদের আটজনই চট্টগ্রাম বিভাগের

SHARE

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, যাদের আট জনই চট্টগ্রাম বিভাগের। এ সংখ্যা ঢাকা বিভাগের মৃত্যুর দ্বিগুণ। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের আটজন, রংপুর বিভাগের দুজন, ময়মনসিংহ বিভাগের দুজন, রাজশাহী বিভাগের দুজন, সিলেট বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন।

তবে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যুর কথা জানালেও কোথায় কোথায় তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাননি ডা. নাসিমা।

তিনি জানান, মৃতদের মধ্যে ১৫ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা গেছেন। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি।