বিশ্বে মৃত্যু ৩ লাখ পার, করোনা নির্মূলের ঘোষণা স্লোভেনিয়ার

SHARE

প্রায় চার মাসে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়াল ছাড়িয়েছে। এমন সময় ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া।

আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৩৫১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার। চীনের উহানে নভেল করোনাভাইরাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো নিশ্চিত করা হয় গত বছরের ৩১ ডিসেম্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণকে গত ১১ মার্চ মহামারি ঘোষণা দিয়ে বিশ্বকে সতর্ক করে দেয়। চীনের পরে ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকাকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনার তাণ্ডব এখনও চলছেই।

এরইমধ্যে ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া। তবে সতর্কতা হিসেবে নাগরিকদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে ইউরোপের বাইরের দেশ থেকে কেউ আসলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এদিকে যুক্তরাজ্যে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এ মহামারীতে। এছাড়া ইতালিতে ৩১ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্স ও স্পেনে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশে করোনায় মারা গেছেন আরও ১৪ জন। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮৩ জন।এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যেই শীর্ষস্থানীয় মার্কিন বিজ্ঞানী রিক ব্রাইট অভিযোগ করলেন, করোনা নিয়ে পূর্ব সতর্কতা দেয়ায় তাকে পদচ্যুত করে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের শুনানিতে আইনপ্রণেতাদের সামনে রিক আরও বলেন, সামনের দিনগুলোতে করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

অন্যদিকে রাশিয়ায় দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মত দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নেমে এসেছে। আর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৮৩৫ জনসহ মোট মৃত ১৪ হাজার । আক্রান্ত ২ লাখেরও বেশি।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ১৭ তারিখের পর শপিং মল ও গণপরিবহন চালু করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।