অবরোধের মধ্যেও রংপুর মহানগরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের ঢল নেমেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ে সামনে কোকোর নামাজে জানাজায় ইমামতি করেন তেতুলতলা ওয়াকফ জামে মসজিদের ইমাম শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।
নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন- মহানগর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা সভাপতি এমদাদুল হক ভরসা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা সভাপতি আবিদুর রহমান, মহানগর সভাপতি নুর আলম, খেলাফত মজলিশের মহানগর সভাপতি সিরাজুল ইসলাম, জেলা সভাপতি আবু তৈয়ব মণ্ডল, বিএনপির মহানগর সেক্রেটারি সামসুজ্জামান সামু, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, জাগপা জেলা সেক্রেটারি আখতারুজ্জামান স্যান্ডো, মহানগর সেক্রেটারি আবদুল মজিদ লাবলু, বিএনপির মহানগর সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “কোকোকে মিথ্যা মামলা দিয়ে তাকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করে হত্যা করা হয়েছে।”
এ সময় বক্তারা কোকোর রুহের মাগফেরাত কামনা ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।