বিশ্বে করোনায় মৃত্যু দুই লাখ ৬৪ হাজারের বেশি

SHARE

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দুই লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজারের বেশি। আর, এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১৩ লাখ।

যুক্তরাষ্টে অব্যাহত রয়েছে করোনায় একদিনে মারা গেছেন ২ হাজার ৫২৮ জন। মোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে নতুন করে প্রাণ গেছে ৬৪৯ জনে। দেশটিতে ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায়। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

ইউরোপের আরেক দেশ ইতালিতে একদিনে মারা গেছে ৩৬৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৬৮৪ জন। স্পেনে মৃতের সংখ্যা প্রায় ২৬ হাজার।রাশিয়ায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজারের বেশি।

এদিকে ইরানে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪১৮ জনের। দক্ষিণ আমেরিকার ব্রাজিলে মৃতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। ভারতেও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা, এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৫৩ হাজার মানুষ। দেশটিতে মারা গেছেন ১৭শ ৮৫ জন।