দেশে ভলান্টারি সার্ভিস নেই : অর্থমন্ত্রী

SHARE

muhit28অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশে ভলান্টারি সার্ভিস নেই, যা আছে তা এনজিও সার্ভিসে পরিণত হয়েছে। শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশের (ভিএবি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এনজিওগুলো আগে স্বেচ্ছাসেবা দিতো, এখন তারা সেখান থেকে সরে এসেছে। স্বেচ্ছাসেবা দেয়ার মনমানসিকতা তাদের এখন আর নেই।

তিনি আয়োজক সংগঠনটিকে প্রশংসা করে বলেন, তিনি সংগঠনটিকে আগে থেকে চেনেন এবং তারা যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, শিক্ষাবিদ ও প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী।