বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত

SHARE

bsfবেনাপোলের পুটখালী সীমান্তে শনিবার ভোর রাতে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরুর রাখাল আহত হয়েছে।

আহতরা হলো- পুটখালী গ্রামের  আলী আহম্মদের ছেলে ফারুক হোসেন (২০) এবং কাগজ পুকুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৫)।

আহত ফারুক হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন ও আলমগীর হোসেন শার্শা বাজারের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

আহত ফারুক হোসেন জানান, ভোরে পুটখালী চরের মাঠ এলাকায় গরু চড়াতে যান তারা। এ সময় বিএসএফ বাংলাদেশ অভিমুখে এলোপাতাড়ি গুলি চালালে সে ও আলমগীর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার এক ঘণ্টা পর তাদের সঙ্গীরা আহত ফারুক ও আলমগীরকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য।

২৩ বিজিবি’র ব্যাটালিন কমান্ডার লেঃ কর্নেল আবদুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভারতে গরু আনতে যাওয়া বাংলাদেশি দুজন গরু রাখালকে প্রতিহত করতে বিএসএফ গুলি চালিয়েছে।