করোনায় আক্রান্তের সংখ্যা হবে ১ কোটি: অস্ট্রেলিয়া

SHARE

সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা কোটির ঘরে পৌঁছাবে বলে বলছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার মরফি।

আগের দেওয়া হিসেব মতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ হবে বলে ধারণা করা হয়েছিল। তবে এ সংখ্যা লাখ ছাড়িয়ে ১ কোটি হবে বলে ধারণা করেছেন অধ্যাপক মরফি যা ১ লাখের দশগুণ। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ হাজার মানুষের। শুধুমাত্র ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার মানুষ, যা উহান শহরের চেয়ে বেশি।

মরফি বলেন, আমরা করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছি কিন্তু আমার ধারণা এ সংখ্যা ৫০ লাখ বা ১ কোটিতে পৌঁছাবে। অনেক দেশ আক্রান্তের সঠিক সংখ্যা গোপন করছে আবার অনেক দেশে পরীক্ষার পর্যাপ্ত সরঞ্জাম নেই।

এদিকে অস্ট্রেলিয়ার করোনায় আক্রান্তের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন মরফি। সেই সাথে অস্ট্রেলিয়ার পরীক্ষা পদ্ধতি অন্যান্য দেশের চেয়ে ভালো বলছেন তিনি। অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় না রাখলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে বলছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।