বিশ্বে করোনা আক্রান্ত ১০ লক্ষাধিক, সুস্থ হয়েছে দুই লাখ

SHARE

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৬ হাজার চারশ ১৩ জন। তার মধ্যে ৫৩ হাজার দু’শ ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৩ হাজার একশ ৩৬ জন।

জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সাত লাখ ৫০ হাজার ৩৯ জন। তাদের মধ্যে ৩৭ হাজার ছয়শ ৫৫ জনের অবস্থা গুরুতর। বাকি সাত লাখ ১২ হাজার তিনশ ৮৪ জনের অবস্থা স্থিতিশীল।

সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে চিহ্নত হয়েছে যুক্তরাষ্ট্রে। সে দেশে মোট দুই লাখ ৪৫ হাজার তিনশ ৭৩ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ছয় হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে। আরো পাঁচ হাজার চারশ ২১ জনের অবস্থা গুরুতর। ১০ হাজার চারশ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও সে দেশে চিকিৎসাধীন আছে দুই লাখ ২৮ হাজার আটশ ৭৫ জন।