চীনে নৌ দুর্ঘটনায় নিহত ২১

SHARE

boatchineচীনের বৃহত্তম নদী ইয়াংজিতে পরীক্ষামূলক ভ্রমণের সময় টাগবোট ডুবির ঘটনায় ২১ জন মারা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানান, নৌযানটি ডুবে যাওয়ার ৪০ ঘণ্টা পর শনিবার উদ্ধার করা হয়। পরীক্ষামূলক এই ট্রিপে ৮ বিদেশীসহ ২৫ আরোহী ছিলেন। পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশু থেকে বৃহস্পতিবার বিকেলে নৌযানটি যাত্রা শুরু করে।

এই ঘটনায় নৌযানের তিন আরোহীকে উদ্ধার করা হয়েছে এবং অপর এক যাত্রী নিখোঁজ রয়েছে। আরোহীদের সকলেই পুরুষ।

তল্লাশি কর্মীরা এখনো নিখোঁজ যাত্রী ও নৌযানের ককপিটের সন্ধান করছে। ওই ব্যক্তি কোন দেশের নাগরিক ছিলেন তা জানানো হয়নি।

শুক্রবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সিঙ্গাপুরে জাহাজটির নিবন্ধন করা হয় এবং নৌযানটিতে দেশটির চার নাগরিক ছিলেন।

সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, নৌযানটির অপর দুই আরোহী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক।

উদ্ধার পাওয়া আরোহী ওয়াং জেনকাই হাসপাতাল থেকে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘পানি দ্রুত জাহাজের কেবিনে ঢুকে পড়ে। মাত্র ২০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে নৌযানটি পানিতে পূর্ণ হয়ে যায়।’

প্রাদেশিক সরকার জানায়, নিয়ম অনুযায়ী নৌযানটি প্রয়োজনীয় পদ্ধতি ও কার্যপ্রণালী সম্পন্ন না করে এবং এর অবস্থা সম্পর্কে প্রথম রিপোর্টিং না করেই পরীক্ষামূলক যাত্রাটি শুরু করা হয়।