মক্কা, মদিনায় পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত

SHARE

করোনাভাইরাসের ঝুঁকি বেড়ে যাওয়ায় এবার সৌদি আরব সরকার এবার পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ বন্ধ করেছে। এতদিন সৌদি আরবের সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হলেও পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ আদায় চালু ছিল।

‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে। বলে জানিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র। এক টুইটার বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার অংশ হিসেবে মক্কা ও মদিনার মসজিদ দুটিতে নামাজ, বিশেষ করে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সৌদি আরব থেকে সর্বশেষ পাওয়া তথ্যে দেশটিতে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।