ভারতে করোনায় মৃত ব্যক্তি নানা রোগে আক্রান্ত ছিলেন!

SHARE

ভারতে প্রথম করোনায় মৃত ব্যক্তি ৭৬ বছর বয়সী কালাবাবুগিরি উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টতে আক্রান্ত ছিলেন বলে বলছে স্বাস্থ্য মন্ত্রানালয়। বৃহস্পতিবার মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি।
মৃত কালাবাবুগিরি সৌদি থেকে ফিরেছেন ফেব্রুয়ারীর ২৯ তারিখে। কিন্তু তখন পর্যন্ত করোনার কোন লক্ষণ তার শরীরে প্রকাশ পায় নি। ৫ মার্চ শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ দেখা দিলে তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এর তিনদিন পর তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর সেদিনই তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তার লালারসের নমুনা পাঠানো হয়েছিল গবেষণাগারে। বৃহস্পতিবার সেই পরীক্ষার ফলাফল আসতেই ভারতে করোনা ভাইরাস সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা নিশ্চিত হলো। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন তার শরীরে করোনাভাইরাস আছে। তবে সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে কেনো নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সে বিষয় এখনো স্পষ্ট নয়।