বিশ্বে প্রথম! কৃত্রিম ভার্চুয়াল ওয়ার্ডে চিকিৎসা নেবে করোনা রোগীরা

SHARE

করোনাভাইরাস মোকেবেলায় এবারের মত প্রথম কৃত্রিম ভার্চুয়াল ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বে এবারই প্রথম ভার্চুয়াল উপায়ে করোনার মত মহামারী রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পরীক্ষামূলক ভাবে ডাবলিনের মেটার হাসপাতালের একজন করোনা রোগী যার ঝুঁকির সম্ভাবনা কম তাকে বাড়িতে নিয়ে এসে কৃত্রিম উপায়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারপর ভার্চুয়াল উপায়ে নিয়মিত শুরু হয় তার চিকিৎসা । ভার্চুয়াল উপায়ে রোগীর ব্লাড প্রেশার, অক্সিজেনের মাত্রা, শরীরের তাপমাত্রা দিনে কয়েকবার কম্পিউটারের সাহায্যে তথ্য আকারে পাঠানো হয়। এরপর তা ক্লিনিকে টেস্ট করে দেখা হয়। এরপর পরবর্তী চিকিৎসা দেওয়া হয়।

আয়ারল্যান্ড টেলিকম সফটওয়্যার ফার্মের প্রতিষ্ঠাতা হগ্যান বলছেন মনিটরিং ব্যবস্থা ঠিক থাকলেই সহজে ভার্চুয়ালভাবে চিকিৎসা দেওয়া সম্ভব।

এ অভিনব চিকিৎসার ফলে একদিকে যেমন হাসপাতালে রোগীদের উপর চাপ কমবে। সেই সাথে চিকিৎসা ব্যবস্থারও উন্নতি হবে।