অসম্ভব প্রতিভাবান এক ক্রিকেটারের নাম লিটন দাস। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর থেকেই ধুঁকছিলেন। ধারাবাহিক হতে পারছিলেন না। মাঝেমধ্যে বাদ পড়লেও নির্বাচকেরা তাকে বারবার সুযোগ দিয়ে যাচ্ছিলেন। যার প্রতিদান এবার দিতে শুরু করেছেন এই সুপার স্টাইলিশ ব্যাটসম্যান। ব্যাটিংয়ের টেকনিক, স্কিল, এসবের বাইরেও কিছু ব্যাপার থাকে। সৌন্দর্য, নান্দনিকতা, চোখ ও মনকে প্রশান্তি দেওয়া। মাশরাফি বিন মুর্তজা সেই অনুভূতিগুলোর পরশ পান বিরাট কোহলি ও লিটন দাসের ব্যাটিং দেখে।
শুক্রবার শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২ সেঞ্চুরি করেন লিটন। শেষ ম্যাচে তো খেলেছেন ১৭৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যা ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার চোখ ধাঁধানো শটগুলোর দিকে হা করে তাকিয়ে থাকতে হয়। জাতীয় দলে অভিষেকের আগেই লিটনকে মনে ধরেছিল মাশরাফির। অনেকের কাছ থেকে শুনে ঘরোয়া ক্রিকেট ম্যাচে এবং নেটে এই তরুণের ব্যাটিং দেখেছিলেন তিনি। বিদায়বেলায় মাশরাফির মুখে তাই লিটনের উজ্জ্বল ভবিষ্যতের কথা।
সিলেটে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বিদায়ী অধিনায়ক ম্যাশ বলেন, ‘লিটনকে আমি সব সময় একটা কথা বলি, আমার দুই জনের ব্যাটিং দেখতে সব সময় ভালো লাগে; একজন বিরাট কোহলি, আরেকজন লিটন। অনেকেই রান করেন, অনেকই ভালো খেলোয়াড় আছেন। কিন্তু যতক্ষণ ওরা উইকেটে থাকে, দেখতে ভালো লাগে। আমি লিটনকে অনেক আগে থেকে এটা বলে আসছি।’
তিনি আরও বলেন, ‘লিটন মোমেন্টাম পরিবর্তন করতে পারে, উইকেটে থাকতে পারে, বড় ইনিংস খেলতে পারে- সবই পারে। আমার বিশ্বাস এখন সে নিজে ব্যাপারটি ধরতে পেরেছে, নিজের খেলাটা সুন্দরভাবে ওর মাথায় চলে এসেছে। মোটামুটি একটা অভিজ্ঞতা এখন লিটনের আন্তর্জাতিক ক্রিকেটে হয়েছে। গত পরশুও ওকে বলছিলাম, এখন সেরা সময় রান করার। আমার বিশ্বাস যে, এখন ও নিয়মিত রান করবে।’