অস্ট্রেলিয়ায় সাকিবের ‘দুর্দান্ত’ বোলিং: ১৩ রানে ৪ উইকেট লাভ

SHARE

sakibausতিন ফরম্যাটেই বিশ্বেসেরা অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান। তিনি কেনো সেরা সেটা আবার প্রমাণ করলেন আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মাটিতে। দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করে প্রতিপক্ষকে ৮০ রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন দেশসেরা এই ক্রিকেটার।

মঙ্গলবার সাকিব বল হাতেই শুধু নিজের কারিশমা দেখিয়েছেন তা নয়, ফিল্ডিংয়েও তিনি মুন্সিয়ানা প্রদর্শন করেন। চার উইকেটের পাশাপাশি দুটি কট নিয়েছেন বাংলার এই টাইগার এবং একটি দুর্দান্ত রান আউটও করেছেন।

চার উইকেটের মধ্যে সাকিব দুজনকে সরাসরি বোল্ড করেন, একজন স্ট্যাম্পিংয়ের শিকার হন এবং অন্যজনকে কট এন্ড বোল্ড করেন। সাকিবের সরাসরি থ্রোতে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরতে হয় সাবেক ইংলিশ তারকা এন্ড্রু ফ্লিনটফকে।

প্রসঙ্গত, এর আগে বিগ ব্যাশের প্রথম দুই ম্যাচে তিন উইকেট লাভ করেন সাকিব আল হাসান।     -ক্রিকইনফো