বেসরকারি টিভি চ্যানেলের প্রথম নারী নির্বাহী প্রযোজক নায়লা

SHARE

nailaবাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের ইতিহাসে প্রথম নারী নির্বাহী প্রযোজক হলেন নায়লা পারভীন পিয়া। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ সম্প্রতি তাকে নির্বাহী প্রযোজক হিসেবে নিয়োগ দিয়েছেন। এরইমধ্যে তিনি নতুন দায়িত্ব পালন শুরু করেছেন।

এ ব্যাপারে নায়লা পারভীন পিয়া জানান, নতুন দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান। সবার সহযোগিতা চান। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদকে আরো গতিশীল ও সহজসাধ্য করতে চেষ্টা চালিয়ে যাবেন তিনি। পিয়া গণমাধ্যম কর্মী, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে দোয়া চেয়েছেন।

নায়লা পারভীন পিয়ার টেলিভিশনে প্রথম কর্মস্থল একুশে টেলিভিশন। চ্যানেলটির দেশজুড়ে অনুষ্ঠানের গবেষণা ও প্রতিবেদনের কাজ শুরু করেন পিয়া। এরপর একই টেলিভিশনে প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেন। এরপর যমুনা টেলিভিশনের প্রথম দফায় সহকারী প্রযোজক হিসেবে সেখানে যোগ দেন। তারপর ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে যোগ দেন সহযোগী প্রযোজক হিসেবে। সেখানেই দু’দফা পদোন্নতি পান তিনি। প্রযোজক থেকে জ্যেষ্ঠ প্রযোজক হন।

সবশেষে কর্তৃপক্ষ পিয়াকে নির্বাহী প্রযোজক হিসেবে পদোন্নতি দিল।