পাকিস্তান ছায়াযুদ্ধ বাধাতে চায়: ভারত সেনাপ্রধান

SHARE

shingভারতীয় সেনাবাহিনী প্রধান দলবীর সিং বলেছেন, “জম্মু-কাশ্মির সীমান্তে ছায়া যুদ্ধ বাধাতে চাচ্ছে পাকিস্তান। নিজেদের নানা সমস্যা থাকা সত্ত্বেও দেশটি এমনটা করতে চাচ্ছে।”

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মির সীমান্তের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের বেপড়োয়া মনোভাবের পরিচয় ফুটে উঠেছে।”

সীমান্তে অস্ত্র বিরতি লংঘন প্রসঙ্গে দলবীর সিং বলেন, “সন্ত্রাসীরা লাইন অব কন্ট্রোল দিয়ে ভারতে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে না। তাই তারা আন্তর্জাতিক সীমাকে কাজে লাগাতে চাচ্ছে। পাকিস্তানে সন্ত্রাসের কাঠামো এখনো সক্রিয় আছে।”

গত আগস্ট থেকে অক্টোবর মাসে সীমান্তে গুলিবিনিময়ের ঘটনায় দু’দেশের ১৩ জন নিহত হয়েছে। সীমান্ত এলাকা ছেড়েছে ৩২ হাজারের বেশি মানুষ।–টাইমস অব ইন্ডিয়া।