সাভারে পোশাক শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪০ জন পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সাভার থেকে একটি পোশাক শ্রমিকবাহী বাস বিরুলিয়ার কাজল গার্মেন্টেসে ৬০ জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে। বাসটি বিপিএটিসির সামনে এলে ঘণ কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৬০ যাত্রীর অন্তত ৪০ জন আহত হন।
এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদের মধ্য চৈতি ও আলামিনসহ তিনজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।