রেল স্থাপনা, যাত্রীদের নিরাপত্তা ও রেল চলাচল অব্যাহত রাখতে রেলপথে আনসার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, যতরকম ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হোক, যত ক্রাইসিসই আসুক আমরা সকল ট্রেন নিয়মিত চালিয়ে যাবো।
এক আন্তঃমন্ত্রণালয় সভার মাঝামাঝি সময়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। রেলভবনে রবিবার রেল স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, যাত্রী ও মালামাল পরিবহনে নিরাপত্তা এবং স্বাভাবিক রেল যোগাযোগ অব্যাহত রাখতে এ সভার আয়োজন করা হয়।
রেলমন্ত্রী বলেন, রেল পুলিশের সঙ্গে আনসার নিয়োগ দেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ট্রেন ছাড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা দেখতে টহল কার পাঠানোর বিষয়টি বিদ্যমান আছে। এটা আরও জোরদার করা হবে।