ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২ ফেব্রুয়ারি

SHARE

ইসলামী ফ্রন্ট নেতা ও ইসলামী অনুষ্ঠানের টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন। এ পর্যন্ত মামলাটিতে ৪৬টিরও বেশি তারিখ ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদনের জন্য।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। শুনানি শেষে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ওইদিন এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় ঢুকে তাঁর স্ত্রী ও এক ছেলেসহ বাসায় থাকা সকলের হাত-পা বেঁধে ফারুকীর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে শেরেবাংলানগর থানা পুলিশ, পরে সিআইডি মামলাটি তদন্ত করেছে। কিন্তু চার বছর আগে দায়ের করা এই মামলার তদন্ত শেষ করতে পারেনি কেউ। এ পর্যন্ত ৪৬টিরও বেশি তারিখ ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদনের জন্য।