শীত ও কুয়াশায় কাবু রাজধানী

SHARE

তীব্র ঠাণ্ডায় রাজধানীর জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীত, কুয়াশা ও মেঘলা আকাশের কারণে অনেকেই জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় আজ সকালে। এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায়ও অনুভূত হচ্ছে তীব্র শীত। দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে সুর্যের মুখ দেখা যাচ্ছে না। উত্তরাঞ্চলের তীব্র ঠাণ্ডা বাতাস ঢাকার দিকে আসায় শীত আরো বাড়িয়ে দিয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রাতেও রাজধানীর তাপমাত্রা কমে ১৩ ডিগ্রিতে দাঁড়াতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। তবে তা শৈত্যপ্রবাহে রূপ নেবে কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারেননি আবহাওয়াবিদরা।