ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে

SHARE

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এ কথা বলেছেন। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন আন্তর্জাতিক আইনে বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রতিটি দেশের জন্য স্বীকৃত।

কাতার সফররত গ্রাহাম শনিবার দোহায় এক বক্তব্যে এ কথা বলেছেন।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সমালোচনা করে লিন্ডসে গ্রাহাম জানান, তিনি একজন ডেমোক্র্যাট সিনেটরকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতার বিকল্প তৈরির চেষ্টা করছেন যেটি হবে একটি আঞ্চলিক চুক্তি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ইরানকে কোনো মাত্রায়ই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া উচিত হবে না।

এমন সময় শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা এ বক্তব্য দিচ্ছেন যখন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি অনুযায়ী এর সবগুলো সদস্যদেশ বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে। ইরান ১৯৬৮ সালে এই চুক্তিতে সই করেছে।

ছাড়া, আন্তর্জাতিক সমাজের সঙ্গে সই করা পরমাণু সমঝোতায়ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃত।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের ইরান সংক্রান্ত এ ধরনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, সকল আন্তর্জাতিক চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে এবং তা কেড়ে নেয়ার অধিকার কারো নেই।

সূত্র : পার্সটুডে