চট্টগ্রামে ছুরিকাঘাতে শিক্ষিকা খুন

SHARE

onjoliচট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষিকা অঞ্জলী দেবীকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার তেলীপট্টি মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা যায়, দুপুরে অঞ্জলী দেবী ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। চকবাজার তেলীপট্টি মোড় এলাকায় পৌঁছালে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় পথচারীরা শিক্ষিকা অঞ্জলী দেবীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।