বারডেম জেনারেল হাসপাতাল

SHARE

birdem-general-hospital-from-dhaka-city-guideদেশের অগনিত ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য বারডেম জেনারেল হাসপাতাল সম্পূর্ন বেসরকারী ভাবে ১৯৮৯ সালে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা লাভ করে। বারডেম জেনারেল হাসপাতালে ডায়াবেটিস রোগীরা বিশেষ সেবা পেয়ে থাকেন।

ঠিকানা ও যোগাযোগ

বারডেম জেনারেল হাসপাতাল

১২২/ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহাবাগ, ঢাকা-১০০০।

ফোন: +৮৮-০২-৮৬১১৬৬৪১-৫০, +৮৮-০২-৯৬৬১৫৫১-৬০

ওয়েব: www.birdem-bd.org

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অপরপ্রান্তে এই হাসপাতালটি অবস্থিত।

হাসপাতালটির বর্ননা

এই হাসপাতালটি বহুতল বিশিষ্ট তিনটি ভবনে বিভক্ত। উত্তর পার্শ্বের ভবনটি ১৬তলা, দক্ষিণ পার্শ্বের ভবনটি ৮ তলা এবং মাঝের ভবনটি ৫ তলা বিশিষ্ট। বারডেম জেনারেল হাসপাতালটির কয়েকটি ফটক ও প্রত্যেক ভবনে পর্যাপ্ত লিফট ব্যবস্থা রয়েছে।

চিকিৎসা সেবার ধরণ

এই হাসপাতালটিতে আন্ত: বিভাগ ও বহির্বিভাগে রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে। ডায়াবেটিস রোগ নির্ণয়ের জন্য মাঝের ভবনে গিয়ে টিকিট ক্রয় করে মল-মূত্র পরীক্ষার জন্য টেষ্ট টিউব ও কোটা সংগ্রহ করে পাশাপাশি অবস্থিত একাধিক টয়লেটের যে কোন একটিতে প্রবেশ করে নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জমা দেয়ার পর নির্ধারিত সময়ে তা জেনে নিয়ে উপযুক্ত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক হিষ্ট্রি বই ও আইডি কার্ডের মাধ্যমে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ

এই হাসপাতালটিতে ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। চিকিৎসকগণ ১১টি রোগের সেবা দিয়ে থাকে। ডাক্তারদের চেম্বারগুলো দক্ষিন পার্শ্বের ভবনের ২য় তলায় অবস্থিত।

অন্যান্য

এই হাসপাতালে প্রশিক্ষন প্রাপ্ত ৩০০ জন নার্স রয়েছে।
এ হাসপাতালে ১০৩টি কেবিন এবং ওয়ার্ড ভিত্তিক ৭৪৭টি সিট আছে। ওয়ার্ডের সিট ভাড়া প্রতিদিন ৮৫০ টাকা এবং কেবিনের ভাড়া ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে।

জটিল রোগের অপারেশন সুবিধা

১) ওপেন হার্ট সার্জারী

২) বাইপাস সার্জারী

৩) কিডনী ট্রান্সপ্লান্টটেশন

৪। বাল্ব রিপলেসমেন্ট

৫। ইউরটরী লিটোটমি

৬। গ্যাস্ট্রো স্ট্রুমি

৭। হেপাটোলপি

৮। জেনারেল সার্জারী

৯। ইউরোটোলজি

১০। ল্যাপারোকোলি

কয়েকটি সাধারন অপারেশন নাম ও খরচ

রোগের নাম

খরচ (টাকা

সিজার

৭,০০০

অ্যাপেন্ডিসাইটিস

২,০০০ -৩,০০০

কিডনীতে পাথর

২৫,০০০- ৩০,০০০

পিত্তথলীতে পাথর

১৫,০০০-২০,০০০

আলসার

৫,০০০-৮,০০০

এ্যাম্বুলেন্স সুবিধা

এখানে এ্যাম্বুলেন্স আছে মোট ৯ টি। এ সেবা পেতে হলে প্রথমে জরুরী বিভাগে গিয়ে জানাতে হবে। এরপর রোগীর তদারককারী ডাক্তারের অনুমতিক্রমে শর্তসাপেক্ষে এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়। যোগাযোগ- ৮৬১৬৬৪১।

বিবিধ

গাড়ী পাকিং এর ব্যবস্থা রয়েছে।
অনুসন্ধান কক্ষ রয়েছে।
অনুসন্ধান কক্ষ থেকে যে কোন ধরনের তথ্য পাওয়া যায়।
রোগীদের জন্য পর্যাপ্ত ডাক্তার রয়েছে।