সকল পাবলিক পরীক্ষায় স্বতন্ত্র কেন্দ্র স্থাপন কেন নয়?

SHARE

পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসিসহ সকল পাবলিক পরীক্ষা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য সারা দেশে জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রুল জারি করেন।

শিক্ষা ও গণপূর্ত সচিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ আটজন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন এ রিট আবেদন করেন। রবিবার তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম।

রবিবার আদেশের পর সরদার জাকির হোসেন সাংবাদিকদের জানান, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলা ও উপজেলা সদরে। একইসঙ্গে বিভিন্ন নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা সদরের স্কুল বা কলেজ বন্ধ রেখে সেখানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। একারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পুরো ক্লাস অনুষ্ঠিত হয় না। এতে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে জনস্বার্থে রিট আবেদন করা হয়।