দক্ষিণ বিভাগের ট্রাফিক সচেতনতা পক্ষ পালন

SHARE

নতুন মোটরযান আইন চালুর পরে সারাদেশের ট্রাফিক বিভাগ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। পথচারী ও চালকেরা সচেতন হলেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে পুলিশের ট্রাফিক বিভাগ। এজন্য নিয়মিত প্রচারণা, চালক, যাত্রী, পথচারীদের করণীয় কী এসব বিষয় নিয়ে সচেতন করে যাচ্ছেন।

রবিবার চতুর্থদিনের মতো রাজধানীর দক্ষিণ অংশে ট্রাক,সচেতনতা মূলক পথ সভা এ সরেজমিনে ট্রাফিক ব্যবস্থাপনা, বাস-ট্রাক চালক ও সহকারী পথচারীদের বিস্তারিত ধারণা প্রদান করেন ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

এরই অংশ হিসেবে ট্রাফিক সচেতনতা মূলক পক্ষ ২০১৯ ও ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ গণ
সচেতনতা মূলক পথ সভা এ সরেজমিনে ট্রাফিক ব্যবস্থাপনা, বিস্তারিত ধারণা প্রদান করছে ঢাকা দক্ষিণ ট্রাফিক বিভাগ। বিশেষজ করে চালকদের কোন কোন অবস্থায় গাড়ি চালানো যাবে না, ওভারটেকিং করা যাবে না, কীভাবে পথ চলতে হবে এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

ট্রাফিক দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, কোতোয়ালী জোনের পুলিশ কমিশনার বিমান কুমার দাস, ট্রাফিক ইন্সপেক্টর রফিক, সার্জেন্ট-দ্বীন ইসলাম সহ কোতোয়ালি ট্রাফিক জোনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।